Logo
Logo
×

সারাদেশ

বিশ্বনাথে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০৪:২২ পিএম

বিশ্বনাথে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটের বিশ্বনাথে ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রায় চার শতাধিক সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের দিক নির্দেশনায় ও ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় বিশ্বনাথ উপজেলার আমজদ উল্লা ডিগ্রি কলেজ মাঠে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

একইভাবে সিলেট অঞ্চলের ৪টি জেলার ১০টি উপজেলায় ৩০৮০টি পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী দিয়েছে সেনাবাহিনীর এই ডিভিশন।

দৃষ্টিনন্দন এই খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল- দুই প্রকারের চাল, আটা, ডাল, তৈল, চিনি, লবন, সেমাই, চা পাতা ও গুড়ো দুধ। খাদ্য সমাগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের হাতে ইফতারসহ উপহার তুলে দেওয়া হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সমরে আমরা শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে’ এই মূলমন্ত্রে উজ্জিত হয়ে জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারীর প্রত্যক্ষ নির্দেশনায় সর্বদা সিলেটবাসীর কল্যাণে ও যেকোনো প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম