Logo
Logo
×

সারাদেশ

ঘুসের টাকাসহ গ্রেফতার কর কর্মকর্তার জামিন আবারও নামঞ্জুর

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০৪:১৭ পিএম

ঘুসের টাকাসহ গ্রেফতার কর কর্মকর্তার জামিন আবারও নামঞ্জুর

ঘুসের ১০ লাখ টাকাসহ গ্রেফতার হওয়া রাজশাহীর উপ কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়ার জামিন আবারো নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর দায়রা জজ আদালতে তাকে হাজির করা হয়। এ সময় আসামির পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন জানান। তবে শুনানি শেষে আদালতের বিচারক আল আসাদ আশিকুজ্জামান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

এ নিয়ে দ্বিতীয় দফায় তার জামিন না মঞ্জুর হলো। দুর্নীতি দমন কমিশন-দুদকের আইনজীবী ফজলে তৌহিদ আল হাসান জানান, গত ৪ এপ্রিল দুপুরে রাজশাহী কর ভবনে অভিযান চালিয়ে ঘুসের ১০ লাখ টাকাসহ রাজশাহী কর অঞ্চলের (সার্কেল-১৩) উপ-কর কমিশনার (বৈতনিক) মহিবুল ইসলাম ভূইয়াকে গ্রেফতার করে দুদকের একটি অভিযানিক দল।

গ্রেফতারের তারিখ থেকে মুহিবুল ইসলাম ভূইয়াকে রাষ্ট্রপতির আদেশক্রমে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম