সাত মাস বন্ধ থাকার পর মঠবাড়িয়া-ঢাকা রুটে স্টিমার চালু
আবদুস সালাম আজাদী, মঠবাড়িয়া থেকে
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০৪:১১ পিএম
যাত্রী সংকট ও ব্যাপক লোকসানের অজুহাত দেখিয়ে সাত মাস আগে বন্ধ হয়ে যায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া থেকে ঢাকাগামী বাংলাদেশঅভ্যান্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) স্টিমার।
পবিত্র ঈদুল ফিতরের আগে ও পরে যাত্রী চাপ সামাল দিতে বন্ধ হওয়ার দীর্ঘ ৭ মাস পর মাত্র আট দিনের জন্য মঙ্গলবার আবারও এ রুটে চলাচল করবে রাষ্ট্রীয় এ সংস্থাটির অধীনস্থ এমভি মধুমতি স্টিমার।
বিআইডব্লিউটিসি বরিশালের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জসিম উদ্দিন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিগত দিনগুলোতে স্টিমারটি ঢাকা থেকে বাগেরহাটের মোড়লগঞ্জ পর্যন্ত সেবা দিলেও এবার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া পর্যন্ত যাত্রীসেবা দেবে।