ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যানের বাড়ি ও অফিসে হামলা, আহত ১৩
ভান্ডারিয়া (পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ১২:৫৫ পিএম
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজের বাড়ি এবং ব্যবসা ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।
এ সময় হামলায় উপজেলা ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত হন, অগ্নিসংযোগ করা হয়েছে ৩টি মোটরসাইকেলে।
স্থানীয় জাতীয় পার্টি- জেপি (মঞ্জু) এর নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে জেলার ভান্ডারিয়া উপজেলায় এ ঘটনা ঘটে।
ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ জানান, তেলিখালীতে একটি ইফতার পার্টি শেষে জেপির (মঞ্জু) দলীয় নেতাকর্মীরা ভান্ডারিয়ায় ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এর কিছু সময় পরে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) নেতাকর্মীরা দেশিয় অস্ত্র নিয়ে তার ব্যবসায়ীক কার্যালক ও দলীয় কার্যালয় হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করে।
ভান্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, তেলীখালী এলাকায় একটি ইফতার পার্টি শেষে স্থানীয় ছাত্রলীগ ও জেপি(মঞ্জু) গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ ও র্যাব মোতায়েন আছে।