Logo
Logo
×

সারাদেশ

লালমাইয়ে মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Icon

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ০৯:১৬ এএম

লালমাইয়ে মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়ন দক্ষিণ হাজাতিয়া গ্রামের ডা. মোমিনের ছেলে ছাত্রলীগ নেতা মোহাম্মদ সোহাগকে সোমবার দিবাগত রাত ৩টার দিকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলা হাজাতিয়া গ্রাম থেকে মাদকসহ এসআই হারুন অর রশিদের নেতৃত্বে লালমাই থানার একটি টিম তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সোহাগ ভূলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি। লালমাই থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

এই ছাত্রলীগ নেতা এর আগেও একাধিক মামলায় গ্রেফতার হয়েছেন। এ ছাড়া কিছু দিন আগে এক ডাকাতির মামলায়ও অন্যতম আসামি ছাত্রলীগ নেতা সোহাগ।

এ বিষয় উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহপরান সওদাগর বলেন, সোহাগ এখন আর ছাত্রলীগ করেন না।

লালমাই থানার এসআই এসএম মোর্শেদ বলেন, মোহাম্মদ সোহাগের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম