Logo
Logo
×

সারাদেশ

এক টাকায় চাল ডাল সাবান মুরগি তেল!

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ১০:৫৯ পিএম

এক টাকায় চাল ডাল সাবান মুরগি তেল!

মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না-এই শ্লোগানে গাইবান্ধার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের গাইবান্ধার আয়োজনে এক টাকার বাজার বসেছিল গাইবান্ধায়। এক টাকার বাজারে পাওয়া যায় চাল, ডাল, সাবান, মুরগি, তেলসহ ১৭ প্রকার পণ্য।

সোমবার বিকালে গাইবান্ধা স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষদের মাঝে এক টাকার বিনিময়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এবং গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক।

আমাদের গাইবান্ধা এর আয়োজনে ‘এক টাকার বাজার’ শিরোনামে টানা তৃতীয়বারের মতো দুঃস্থ ১৫০ জন সুবিধাভোগীর মাঝে প্রতীকী মূল্যে চাল, ডাল, সাবান, মুরগি, তেলসহ মোট ১৭ প্রকার বাজার বিতরণ কর্মসূচি পালন করছে সংগঠনটি।

আমাদের গাইবান্ধার সভাপতি সায়হাম রহমান জানান, আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। এই দুঃসময়ে আমরা সংগঠিত হয়ে প্রতীকী মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দিতে পেরেছি। আমরা খুব কাছে থেকে তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি বলে আমরা গর্বিত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম