Logo
Logo
×

সারাদেশ

মাধবপুরের সেই পাগলা কুকুরটি পিটিয়ে হত্যা

Icon

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০২:২৬ পিএম

মাধবপুরের সেই পাগলা কুকুরটি পিটিয়ে হত্যা

মাধবপুরের ৪ গ্রামে আতঙ্ক সৃষ্টি করা সেই পাগলা কুকুরটি পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
 
গ্রামবাসী রাত জেগে পাহারা দিয়ে সোমবার সকালে পাগলা কুকুরটির সন্ধান পেয়ে এটিকে পিটিয়ে হত্যা করে মাটি চাপা দিয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জগদীশপুর গ্রামের নারায়ন কর্মকারের বাড়ির পাশে লোকজন পাগলা কুকরটি কে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেছে।

কুকুরটি মারাযাওয়ায় উপজেলার জগদীশপুর ইউনিয়নের মানুষের মধ্যে পাগলা কুকুর আতঙ্ক কেটে গেছে বলে জানান ইউপি চেয়ারম্যান মাসুদ খান।

এর আগে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও বৃদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার জগদীশপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে শনিবার বিকাল থেকে রোববার রাত ৮টার মধ্যে এঘটনা ঘটে। রোববার সন্ধ্যা থেকে কয়েকটি গ্রামে পাগলা কুকুর আতঙ্কে হাতে লাটিসোঁটা নিয়ে সর্তক অবস্থান নেন।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম