Logo
Logo
×

সারাদেশ

ছাগলনাইয়ায় বিদ্যুৎ অফিসে হামলা

Icon

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ১১:০৫ পিএম

ছাগলনাইয়ায় বিদ্যুৎ অফিসে হামলা

গত দুই দিনের তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ জনতা রোববার রাতে ছাগলনাইয়া বিদ্যুৎ অফিসে হামলা ভাঙচুর চালিয়েছে।
বিক্ষুব্ধ জনতা জোনাল অফিসের দরজা, জানালা এসিসহ মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয় ছাগলনাইয়া-শুভপুর সড়কে। 
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

থানার ওসি সুদ্বীপ রায় জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। চালু হয়েছে যান চলাচল।

ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম জানে আলম জানান, ছাগলনাইয়ায় বিদ্যুতের চাহিদা রয়েছে ২২ মেগাওয়াট। তার মধ্যে বরাদ্দ দেওয়া হচ্ছে ৫ থেকে সাড়ে ৫ মেগাওয়াট। ফলে বাধ্য হয়ে গত দুদিন বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। এটি আমাদের একার না জাতীয় সমস্যা।

চাহিদামতো বিদ্যুৎ না পেয়ে রোববার ইফতারের পর বিক্ষুব্ধ জনতা অফিসে ব্যাপক ভাঙচুর করেন। তারা অফিসের প্রায় সব জিনিসপত্র ভাঙচুর করেছেন। এক ভীতিকর পরিবেশ তৈরি হয়েছিল। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম