Logo
Logo
×

সারাদেশ

মনোনয়ন পেয়ে যাদের কবর জিয়ারত করলেন আজমত উল্লাহ খান

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ১১:৪২ পিএম

মনোনয়ন পেয়ে যাদের কবর জিয়ারত করলেন আজমত উল্লাহ খান

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মনোনয়ন পাওয়ার পর ট্রেনে দলীয় নেতাকর্মীদের নিয়ে টঙ্গীর হাজী সৈয়দ শাহ মাজার এবং মাজার প্রাঙ্গণে থাকা তার পিতা-মাতা ও আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করেন। হায়দ্রাবাদে মরহুম আহসান উল্লাহ মাস্টারের কবর জিয়ারত করেন। 

এ সময় তিনি মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে তিনি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে সচেষ্ট হবেন। 

একই সঙ্গে তিনি আশা করেন দলের মনোনয়ন প্রার্থী অন্যরাও আওয়ামী লীগের সিদ্ধান্ত মেনেই তার নির্বাচনী তাৎপরতায় অংশ নেবেন

তিনি আরও বলেন, মনোনয়ন পাওয়ার পর অন্য সিটি করপোরেশনে যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারাও দু-একজন আমার সঙ্গে কথা বলেছেন। আমরা চেষ্টা করব নৌকাকে বিজয়ী করার।

অ্যাডভোকেট আজমত উল্লাহ খান-এর আগে দীর্ঘদিন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাত বছর ধরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। 

আজমত উল্লাহ খান ২০১৩ সালে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছিলেন। সেবার বিএনপির এম এ মান্নানের কাছে হেরেছিলেন তিনি। সেই হারের পেছনে দলীয় নেতা জাহাঙ্গীরের বিরোধীতাকে দায়ী করেন আজমত উল্লাহ খানের সমর্থকরা।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম