Logo
Logo
×

সারাদেশ

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১১:২৩ পিএম

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র রমজানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অস্বচ্ছল মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দূর্জয়।

বুধবার বিকাল ৪টার দিকে ঘিওর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে ৫ শতাধিক মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিয়া মিন্টু, সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলাইসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, এ এলাকায় অনেকেই আপনাদের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন, আবার চলেও গেছেন। মনোনয়ন ও ভোটের সময় তারা আপনাদের কাছে আসলেও মানুষের প্রয়োজনের সময় তাদের কাউকেই পাওয়া যায়না।

আমরা আওয়ামী লীগ সব সময় আপনাদের পাশে আছি।একটা বিষয় এখন প্রমাণিত, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকে।
 
দুর্জয় আরও বলেন, প্রতিবছর রমজান মাসে আওয়ামী লীগের দলীয় ব্যানারে বিভিন্ন ইউনিট ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। যেহেতু সারা পৃথিবীতে অর্থনৈতিক সংকট চলছে, তাই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ইফতার মাহফিল না করে সেই টাকা দিয়ে যাদের ইফতার সামগ্রী প্রয়োজন তাদেরকে যেন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম