
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০১:০০ পিএম
আলীকদম উপজেলা আ. লীগের কমিটি গঠন

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১০:৫৩ পিএম

আরও পড়ুন
আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে জামাল উদ্দিন সভাপতি ও অংশেথোয়াই মারমাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়া সাবেক সাধারণ সম্পাদককে সহ-সভাপতি ঘোষণা করা হয়েছে।
বুধবার আলীকদম বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সম্মেলন শেষে সম্মেলনের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসৈশিং তিনজনের নাম ঘোষণা করেন।
এর আগে বিকালে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন তিনি। উদ্বোধক হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোহাম্মেল হক বাহাদুর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কামরুল হাসান টিপুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।