Logo
Logo
×

সারাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২ মালিককে জরিমানা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১০:৪৯ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২ মালিককে জরিমানা

ফাইল ছবি

বগুড়ার কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরিসহ বিভিন্ন অভিযোগে দুই কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রোববার দুপুরে শেখাহার গ্রামের নাঈম-রিমন লাচ্ছা কারখানায় অভিযান চালান। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, একই তেল বারবার ব্যবহার ও লাচ্ছা সংরক্ষণে খবরের কাগজ ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিক মো. রিমনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন আদালত। মালিক তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেছেন।

এছাড়া জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী উপজেলার কাজিপাড়ায় ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালান। সেখানে একই অভিযোগে প্রতিষ্ঠানের মালিক মোজাফফর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মালিক জরিমানার টাকা পরিশোধ করেন। 

ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে পুরো রমজান মাসে অভিযান চলবে। তাদের অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম