Logo
Logo
×

সারাদেশ

অপমান সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১০:৪৩ পিএম

অপমান সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

ফাইল ছবি

নেত্রকোনায় পাওনা টাকা না দেওয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা আটকে রেখে অপমান করা হয় এক যুবককে। অপমান সইতে না পেয়ে আত্মহত্যা করেন ওই যুবক।

ওই যুবকের নাম সোহেল মিয়া (৩৩)। তিনি সদর উপজেলার টেঙ্গা গ্রামের মৃত খোদা নেওয়াজের ছেলে। 

শনিবার রাতে কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার রঙের বাজার এলাকার সুদ ব্যবসায়ী হোসেন মিয়ার কাছ থেকে সুদে টাকা নেন সোহেল; কিন্তু সময়মতো সুদের টাকা পরিশোধ করতে না পারায় শনিবার দুপুর আড়াইটার দিকে রঙের বাজার এলাকা দিয়ে অটোরিকশা নিয়ে যাওয়ার সময় সোহেলকে আটক করে মারধর করেন হোসেন।  তাকে মারধর করে অটোরিকশাটি রেখে দেওয়া হয়। এ ঘটনার পর অপমান সইতে না পেরে সোহেল মিয়া তার বাড়িতে গিয়ে স্বজনদের ঘটনাটি জানিয়ে কান্নাকাটি করেন। এরপর সেহরি খাবারের রান্না করতে গিয়ে বাড়ির লোকজন গোয়ালঘরে আড়ার সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় সোহেলের ঝুলন্ত লাশ দেখতে পান। 

খবর পেয়ে পুলিশ গিয়ে সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সোহেলের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

জানতে চাইলে হোসেন মিয়ার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

নেত্রকোনা মডেল থানার এসআই রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ যুগান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম