আটকেপড়া বিড়াল ছানা দুটি উদ্ধার
যুগান্তর প্রতিবেদন, বরগুনা
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১০:৩৮ পিএম
অবশেষে দুই দিন পর আটকেপড়া দুইটি বিড়াল ছানা উদ্ধার করেছে বরগুনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। রোববার দুপুরে পৌরশহরের কলেজ রোড এলাকার ডক্টরস কেয়ার ক্লিনিকের সামনে থেকে ছানা দুটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, বরগুনা ডক্টরস কেয়ার ক্লিনিকের সামনে পাশাপাশি দুইটি ভবনের মাঝে আটকে পড়ে দুইটি বিড়াল ছানা। শনিবার সন্ধ্যায় বিষয়টি এক ভাড়াটিয়ার নজরে আসে। এরপর বাড়ির মালিককে জানানো হয় দুইটি বিড়াল ছানা দুই বিল্ডিংয়ের মাঝখানে আটকে আছে। দুই ভবনের মাঝে মাত্র ৩-৪ ইঞ্চি জায়গা থাকায় বহুবার চেষ্টা করেও ছানা দুইটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে শনিবার রাতে বন্যপ্রাণী ও প্রকৃতির কথা সংগঠনের বরগুনার সমন্বয়ক হোসনেয়ারা ছবিকে জানানো হয়। তিনি রাতেই বিড়াল ছানা দুইটিকে উদ্ধারে সাহায্য চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন।
হোসনেয়ারা ছবি বলেন, শনিবার রাতে ফারজানা কেয়া বিড়াল ছানার বিষয়টি আমাকে জানান। আমি সঙ্গে সঙ্গে বিড়াল ছানা দুইটি উদ্ধারে সহযোগিতা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেই। রোববার সকালে বন্যপ্রাণীপ্রেমী এমপিপুত্র অ্যাডভোকেট সুনাম দেবনাথসহ কয়েকজন মিলে বিড়াল ছানা দুইটিকে উদ্ধার করতে যাই।
অ্যাডভোকেট সুনাম দেবনাথ বলেন, সকাল থেকে আমরা ৫-৬ জন মিলে বিড়াল ছানা দুটিকে উদ্ধারের চেষ্টা করি। কিন্তু জায়গা না থাকায় কোনোভাবেই আমরা ছানা দুইটির কাছে পৌঁছাতে পারিনি। পরে ফায়ার সার্ভিসকে কল করি। ফায়ার সার্ভিসের একটি টিম এসে দেয়াল কেটে দুপুরের দিকে বিড়াল ছানা দুইটি উদ্ধার করে। বিড়াল ছানা দুইটি সুস্থ আছে। আমরা বিড়াল ছানা দুটিকে ওদের মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরগুনার টিম লিডার রুহুল আমিন বলেন, অ্যাডভোকেট সুনাম দেবনাথের ফোন পেয়ে আমি দ্রুত একটি টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। দেয়াল কেটে বিড়াল ছানা দুইটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা। এ সময় ফায়ার সার্ভিসের দুইজন কর্মী সামান্য আহত হয়েছেন।