Logo
Logo
×

সারাদেশ

নবাবগঞ্জে ভেজাল সরিষার তেল কারখানায় অভিযান, মালিককে দণ্ড

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১০:১৩ পিএম

নবাবগঞ্জে ভেজাল সরিষার তেল কারখানায় অভিযান, মালিককে দণ্ড

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছোট বক্সনগর এলাকায় অবস্থিত একটি সরিষার তেলের কারখানায় ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ভেজাল সরিষার তেল তৈরির জন্য ওই কারখানার মালিক মো. আল-আমিনকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার বিকালে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দুষিত পাম ওয়েল ও রং মিশ্রিত চার হাজার লিটার ভেজাল সরিষার তেল জব্দ করে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, উপজেলার ছোট বক্সনগর এলাকায় অবস্থিত ওই কারখানায় দীর্ঘদিন যাবত ভেজাল সরিষার তেল তৈরি করে নবাবগঞ্জ ও দেশের বিভিন্ন হাটবাজারে বিক্রি করা হয়। এমন সংবাদের ভিত্তিতে আল-আমিন ওয়েল মিলসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম। ভেজালবিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম