Logo
Logo
×

সারাদেশ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে কুপিয়ে জখম

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৭:৫৯ পিএম

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে কুপিয়ে জখম

নাটোরের বড়াইগ্রামে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করেছে বখাটেরা। এ ঘটনায় মুল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার জোয়াড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আটকরা হলো- উপজেলার জোয়াড়ি গ্রামের মনির হোসেন ভূঁইয়ার ছেলে মো. রাব্বী (১৯) এবং কাছুটিয়া গ্রামের ফুল মিয়ার ছেলে আলিফ হোসেন (২১)।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন যাবত রাব্বী জোয়াড়ি গ্রামের ইসমাইল হোসেনের (৫২) মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। শনিবার সন্ধ্যায় রাব্বী ও তার বন্ধুরা মোটরসাইকেল নিয়ে বাড়ির সামনে গিয়ে বারবার হর্ন দেওয়াসহ আজেবাজে কথা বলে। এ সময় ইসমাইল তাদের চলে যেতে বলেন।

এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা হাঁসুয়া ও রড দিয়ে ইসমাইলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় মেয়ে ইভা খাতুন (১৫) বাবাকে বাঁচাতে এগিয়ে এলে বখাটেরা তাকেও পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় ইসমাইল হোসেনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। ইভা খাতুনকে বড়াইগ্রাম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম