Logo
Logo
×

সারাদেশ

আম পাড়তে গিয়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৬:১৪ পিএম

আম পাড়তে গিয়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুরে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাকিব হোসেন (২২) নামে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি কুরআনে হাফেজ ছিলেন।

রোববার দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর আতরআলী ভূঁইয়া বাড়ি জামে মসজিদ ও মাদ্রাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে। 

রাকিব পার্শ্ববর্তী কুশাখালী ইউনিয়নের মিডাইর খিল গ্রামের মৌলভী সাহেবের বাড়ির নুর আলমের ছেলে। তিনি গন্ধব্যপুর আতর আলী ভূঁইয়া বাড়ি জামে মসজিদ ও মাদ্রাসার শিক্ষক। তিনি একই মসজিদে ইমামতি করতেন।

স্থানীয়রা জানান, আম পাড়ার জন্য রাকিব মাদ্রাসার ছাদে উঠেন। ছাদের ওপর উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুতের সঞ্চালন তার রয়েছে। আম পাড়তে গিয়ে অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

মান্দারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী বলেন, ঘটনাটি সত্য। তবে খুব দুঃখজনক ঘটনা। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। এ নিয়ে কেউ কোনো অভিযোগ জানায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম