Logo
Logo
×

সারাদেশ

প্রার্থীদের নিজ খরচে পোস্টার-বিলবোর্ড অপসারণের নির্দেশ নির্বাচন কমিশনের

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৬:১৩ পিএম

প্রার্থীদের নিজ খরচে পোস্টার-বিলবোর্ড অপসারণের নির্দেশ নির্বাচন কমিশনের

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় নির্বাচনি প্রচারের সব ব্যানার, পোস্টার ও বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের আগে আগামী ১৩ এপ্রিলের মধ্যে সিটি নির্বাচনি প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে লাগানো পোস্টার, ব্যানারসহ বিভিন্ন প্রচারপত্র স্ব-উদ্যোগে ও নিজ খরচে অপসারণ এবং দেয়ালে লিখন মুছে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।

৮ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ সম্পর্কিত বিজ্ঞপ্তি দিয়েছেন।

ওই নির্দেশনায় বলা হয়, গত ৫ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করা হয়েছে। বিধি অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোনো নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না। তথাপি গাজীপুর সিটির অধিকাংশ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরণের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট লাগানো হয়েছে, দেয়ালে লিখন দেখা যাচ্ছে। এ ধরনের কার্যক্রম সিটি করপোরেশন বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৩ এপ্রিলের মধ্যে এসব অপসারণ না করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএন কামরুল হাসান বলেন, গাজীপুরে রাস্তাঘাটে শহর এলাকায় যে যেখানে পেরেছেন ইচ্ছেমতো ব্যানার পোস্টার সাঁটিয়েছেন। এসব আগামী ১৩ এপ্রিলের মধ্যে অপসরণ করতে নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ে এসব অপসারণ করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম