ব্যবসায়ীকে অচেতন করে ১১০ ভরি স্বর্ণালংকার ছিনতাই
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ১০:৫৫ পিএম
ফাইল ছবি
ধামরাইয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অচেতন করে কোটি টাকার স্বর্ণের গহনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এগুলোর আনুমানিক ওজন ১১০ ভরি।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মোকামটোলা মাজার রোডের মোস্তফা সুপার মার্কেটে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম মো. সোহেল। তিনি ওই মার্কেটের হাফিজ জুয়েলার্সের মালিক।
সংজ্ঞাহীন অবস্থায় ওই স্বর্ণ ব্যবসায়ীকে ধামরাই সরকারি আবাসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম বিকাশ। তিনিও স্বর্ণ ব্যবসায়ী।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আতিক বলেন, এ ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছে। একজনকে আটক করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।