Logo
Logo
×

সারাদেশ

কুরআন প্রতিযোগিতায় বিশ্বে প্রথম তাকরিমের গ্রামে বইছে আনন্দের জোয়ার

Icon

আক্তারুজ্জামান বকুল, নাগরপুর (টাঙ্গাইল)

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৫:৪৮ পিএম

কুরআন প্রতিযোগিতায় বিশ্বে প্রথম তাকরিমের গ্রামে বইছে আনন্দের জোয়ার

দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ায় হাফেজ সালেহ আহমাদ তাকরিমের গ্রামে বইছে আনন্দের জোয়ার। নিজ এলাকার সন্তানের সাফল্যে গ্রামবাসীর পাশাপাশি গোটা জেলার মানুষ গর্বিত।

বাংলাদেশি মুদ্রায় ৭১ লাখ ৭০ হাজার টাকা প্রথম পুরষ্কার গ্রহণ করে দুবাই থেকে বুধবার দেশে ফিরেছে তাকরিম।

তাকরিমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের ভাদ্রা গ্রামে। হিফজ শেষ করে সে মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি, ঢাকার কিতাব বিভাগে ভর্তি হয়েছে। তার বাবা হাফেজ আবদুর রহমান ঢাকার সাভারের দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন।

ভাদ্রা ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত আলী জানান, ২৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ অংশ নিতে ২০ মার্চ দুবাই যায় তাকরিম। দ্বিতীয় রমজান থেকে প্রতিযোগিতা শুরু হয়। মঙ্গলবার রাতে প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়। এতে তাকরিম প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অর্জন করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান।

বুধবার বিকালে তাকরিম দেশে ফিরেছে। তার সঙ্গে তার বাবাও আছেন। এর আগে তাকরিম সৌদি আরব, ইরান ও লিবিয়ায় একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সেখান থেকেও সে সম্মান বয়ে এনেছে।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান যুগান্তরকে জানান, কুরআনের সুরের পাখি হাফেজ সালেহ আহম্মদ তাকরিম গত বছর সৌদি আরবে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। এ সময় তাকে উপজেলা পরিষদ হল রুমে প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। তার সাফল্যে আমরা গর্বিত।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম