সুজানগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৩:৫০ এএম
![সুজানগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/04/06/image-662657-1680731450.jpg)
পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির(৪৬) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের পদ্মা নদীর নৌঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাতে পদ্মা নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন জেলেরা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
সুজানগর থানার ওসি জানান, মরদেহের পরিচয় উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে ওই ব্যক্তির শরীরে কোন ধরণের আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান ।