Logo
Logo
×

সারাদেশ

২১ বছর শুনানি শেষে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড  

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৩:৫৬ পিএম

২১ বছর শুনানি শেষে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড  

নাটোরে কিশোরীকে ধর্ষণের মামলায় রাজা হোসেন (৪৩) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের পিপি সিরাজুল ইসলাম। 

দণ্ডপ্রাপ্ত রাজা হোসেন জেলার লালপুর উপজেলার আবদুলপুর জংশন এলাকার ধনজয়পাড়ার মজিবুর রহমানের ছেলে। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সূত্র জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে পিতৃহীন এতিম ওই কিশোরীর সঙ্গে আসামি রাজা হোসেন কৌশলে সুসম্পর্ক গড়ে তোলে। ২০০২ সালের ৩ জুলাই ওই কিশোরী রাজশাহীতে মামাতো বোনের বাড়িতে বেড়ানো শেষে ট্রেনে এসে আবদুলপুর স্টেশনে নামে।

এ সময় রাজার সঙ্গে দেখা হলে সে বিয়ের প্রলোভনে ওই কিশোরীকে সঙ্গে করে নিয়ে যায়। পরে মাধবপুর এলাকার একটি আখের জমিতে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এর পর বিভিন্ন স্থানে রেখে দুদিন পর ওই কিশোরীকে তার চাচার বাড়ির সামনে রেখে চলে যায়। 

পরে এ ঘটনায় ওই কিশোরীর চাচি বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেন। দীর্ঘ ২১ বছর শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণে বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সোমবার আদালত রাজা হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে জরিমানার অর্থ ভুক্তভোগী কিশোরীকে দেওয়ার নির্দেশ দেন। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম