Logo
Logo
×

সারাদেশ

ঈদে আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে মতবিনিময়সভা

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০১:৫৯ পিএম

ঈদে আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে মতবিনিময়সভা

মুন্সীগঞ্জের গজারিয়ায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে আর্থিক লেনদেন বিষয়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে গজারিয়া থানায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, পবিত্র মাহে রমজান এবং ঈদ আসলেই ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ঘিরে কিছু অসাধু চক্রের আনাগোনা বাড়ে। কখনো অস্ত্র ঠেকিয়ে কখনো বা প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় চক্রের সদস্যরা।

এ সকল অসাধুচক্রের অপতৎপরতা রোধে জেলা পুলিশের পক্ষ থেকে এবার নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে, পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের একটি বিশেষ টিম থাকবে যারা সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম চালাবে।

সভায় গজারিয়া উপজেলার বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের অন্তত অর্ধশত প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম