Logo
Logo
×

সারাদেশ

দোহারে নিষিদ্ধ ৩ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ০৯:৫৭ পিএম

দোহারে নিষিদ্ধ ৩ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার

ঢাকার দোহার উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের অভিযানে, শনিবার দোহার পদ্মা নদীর মৈনটঘাট এলাকা থেকে প্রায় তিন হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। পরে এসব জাল পুড়িয়ে ফেলা হয়।

অপরদিকে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে, শনিবার দুপুরে দোহার উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর মৈনটঘাট এলাকায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করেছে। ‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও একটি বর্ণাঢ্য নৌ-র‌্যালি করেন তারা। 

উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, উপপরিচালক মৎস্য জিল্লুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা বিএম, মোস্তফা কামাল, দোহার থানার ওসি মোস্তফা কামালসহ স্থানীয় জনপ্রতিনিধি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম