Logo
Logo
×

সারাদেশ

মঞ্চে বসা নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুইপক্ষের সংঘর্ষ, আহত ১২

Icon

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১১:১৫ পিএম

মঞ্চে বসা নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুইপক্ষের সংঘর্ষ, আহত ১২

ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও বর্ধিতসভায় উপস্থিত পাবনা জেলা কমিটির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকালে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন পার্শ্ববর্তী চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দীন ছাড়াও ১২ জন নেতাকর্মী।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার উপজেলার সচেতন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের নির্মাণাধীন ভবনের নিচতলায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত সদস্য সংগ্রহ, নবায়ন ও বিশেষ বর্ধিত সভা ও সম্মেলন কমিটি গঠন অনুষ্ঠানে পাবনা জেলা কমিটির সভাপতি আহমেদ শরীফ ডাবলু ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিনের সঙ্গে আসা সমর্থকরা মঞ্চে বসাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কিছু সময় পরে বাগবিতণ্ড সংঘর্ষে রূপ নেয়। এ সময় তারা সেখানে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে। এতে চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দীন মাথায় গুরুতর আহত হন। পরে তিনি ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ সময় ভাঙ্গুড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ছাড়া আহত হয়েছেন সেখানে উপস্থিত দুইপক্ষের ১২ জন নেতাকর্মী।

ঘটনার প্রায় ১ ঘণ্টা পরে পুনরায় অনুষ্ঠান শুরু করা হলে স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সভাপতি আহমেদ শরীফ ডাবলু ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন তাদের বক্তব্যে ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।

এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা তানভীর আকতার শিপার সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেন ও বর্তমান উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণ করেন।

বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গোলাম মোস্তফা।

একটি উপজেলা কমিটি আয়োজিত অনুষ্ঠানে জেলার নেতাদের দুই পক্ষের সংঘর্ষ হওয়া দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ কিনা জানতে চাইলে আহমেদ জানান, তাদের কোনো দলীয় কোন্দল নেই। বিষয়টি অনাকাঙ্ক্ষিত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম