Logo
Logo
×

সারাদেশ

‘আমরা সাহসিকতার সঙ্গে ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পক্ষে’

Icon

চাঁদপুর প্রতিনিধি 

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১১:০১ পিএম

‘আমরা সাহসিকতার সঙ্গে ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পক্ষে’

সাংবাদিকতায় সাহসিকতার জন্যই সাংবাদিকরা সম্মান বয়ে আনেন। অপসাংবাদিকতার মাধ্যমে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমরা সততা, সাহসিকতা, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পক্ষে। সাংবাদিকতা হোক দুর্নীতি, অপসংস্কৃতি ও অপকর্মের বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরতে হবে। পদ্মা-মেঘনা আমাদের গর্বের ধন। এজন্য চাঁদপুরকে রূপালী ইলিশের বাড়ি বলা হয়। চাঁদপুরের জন্য আমরাও ধন্য। 

চাঁদপুর শহরের হাজী মহসীন রোডের রসুইঘর কমিউনিটি সেন্টারে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহমান।

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা দুলাল পাটোয়ারী, দৈনিক যুগান্তরের সিটি এডিটর মিজান মালিক, পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি জেসমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক ও আইসিটি) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ইকবাল বিন বাসার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরে অবদানের জন্য গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন- চাঁদপুর জেলার আওয়ামী লীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, দৈনিক যুগান্তরের সিটি এডিটর মিজান মালিক, পাওয়ার সেলের মহাপরিচালক ও আইইবি ঢাকা বিভাগের নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. এমএ ওয়াদুদ (অব.), সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি জেসমিন সুলতানা, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুব-উল আলম লিপন, চাঁদপুর সদরের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মো. শামছুল আলম চিশতী। 

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক চাঁদপুর কন্ঠের প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়র আব্দুর রব, অ্যাডভোকেট জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন- কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ লতিফ, সাংগঠনিক সম্পাদক কেএম মাসুদ।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের ২০২৩ সালের ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সদস্যদের অভিষিক্ত করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম