Logo
Logo
×

সারাদেশ

ছাত্রদলের হামলায় ছাত্রলীগের ৬ জন আহত

Icon

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১১:৫৬ এএম

ছাত্রদলের হামলায় ছাত্রলীগের ৬ জন আহত

আধিপত্য বিস্তার নিয়ে বরিশালে ছাত্রলীগের দুজনকে কুপিয়ে জখম ও চারজনকে পিটিয়ে আহত করেছেন ছাত্রদলের কর্মীরা। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১১টায় নগরীর বগুড়া রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ছাত্রদলকর্মী নাজিম মাহমুদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন— ছাত্রলীগের কর্মী এইচএম রিশাদ মাহমুদ, মারুফ, সোহান, অনিক, খালিদ, এভ্রিল।

আহত ছাত্রলীগকর্মীদের অভিযোগ— সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু দীর্ঘদিন ধরেই কলেজ ছাত্রলীগের কার্যক্রমে বাধা দিয়ে আসছিলেন। বরিশাল কলেজের কোনো শিক্ষার্থী ছাত্রলীগের কর্মসূচিতে এলে তাদের ভয়ভীতি দেখানো নিয়ে বিরোধ বাধে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে। এরই জের ধরে বৃহস্পতিবার রাতের দিকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুজনকে কুপিয়ে ও চারজনকে পিটিয়ে গুরুতর আহত করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এদিকে ঘটনার পর থেকেই উত্তপ্ত রয়েছে নগরীর বগুড়া রোডের বরিশাল কলেজ এলাকা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ হামলাকারীদের একজনকে রামদাসহ আটক করেছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম