Logo
Logo
×

সারাদেশ

মোবাইল নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া, ব্যাটারির পানি পানে মা-মেয়ের মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ১০:৩৬ পিএম

মোবাইল নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া, ব্যাটারির পানি পানে মা-মেয়ের মৃত্যু

কুতুবদিয়ায় মোবাইল ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর কথাকাটাকাটির জেরে ব্যাটারির পরিত্যক্ত পানি পানে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামের মো. রাশেদ মানিকের বাড়িতে ঘটনাটি ঘটেছে। এরা হলেন মানিকের স্ত্রী নয়ন মনি (২০) ও  ১০ মাস বয়সি শিশু মেহের মনি।

মানিকের মা ছমুদা বেগম জানান, মানিক ও স্ত্রী নয়ন মনির সঙ্গে প্রায়ই নানা বিষয়ে ঝগড়া হতো। এর ধারাবাহিকতায় শুক্রবার মোবাইল ব্যবহার করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর সন্ধ্যায় নয়ন মনি সৌর বিদ্যুতের বদলানো পরিত্যক্ত ব্যাটারির পানি প্রথমে ১০ মাস বয়সি শিশু কন্যা মেহের মনিকে পান করিয়ে নিজেও পান করে।

পরে প্রতিবেশীরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে ডা. সোহেল মা-মেয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত ১১টার দিকে নয়ন মনি ও শিশু কন্যা মেহের মনির মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য ছাবের আহমদ বলেন, মা-শিশুর মৃত্যুর বিষয়টি তিনি থানার ওসিকে অবহিত করেছেন। 

এদিকে হাসপাতালে স্ত্রী-কন্যার মৃত্যুর সংবাদ শুনেই স্বামী মো. রাশেদ প্রকাশ মানিক পালিয়েছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম