বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৯:১১ পিএম
কালিয়াকৈর উপজেলার আড়াইগঞ্জ বাজার এলাকায় মাটি ভরাট করার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আড়াইগঞ্জ বাজারে শুক্রবার বিকালে।
নিহতের স্ত্রী অন্তরা বেগম বাদী হয়ে ওই ঘটনায় শনিবার কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। নিহত মিজানুর রহমান (৩০) কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি চাঁনপুর এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, উপজেলার টেকিবাড়ি চাঁনপুর এলাকার মাটি ব্যবসায়ী মিজানুর রহমান পাশের ঢালজোড়া এলাকার কয়েকজন ব্যাক্তির সঙ্গে মাটির ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন টালাবহ এলাকার বাসিন্দা নূরুল ইসলাম তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আড়াইগঞ্জ বাজারে গেলে ঢালজোড়া এলাকার আনোয়ার হোসেন, আব্দুল লতিফ, আলিম মিয়া, খোকন মিয়া, শরীফ হোসেন, জসীম উদ্দীন, ফরিদুল ইসলাম দেশীয় অস্ত্র রড, লাঠি, রামদা দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে গুরুতর আহত করে।
এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তাকে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার ভোর রাতে তিনি মারা যান।
নিহতের স্ত্রী অন্তরা বেগম বলেন, আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।