শত্রুতা করে জেলার হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের এক চাষির ২৫ শতক জমির পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী চাষি মোতাল্লেব হোসেন। শুক্রবার ওই চাষির বাড়িতে গিয়ে দেখা যায় তিনি আহাজারি করছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে মোতাল্লেবের পটল গাছ কে বা কারা কেটে ফেলে।
ভুক্তভোগী মোতাল্লেব হোসেন জানান, তার এক ছটাক জায়গা-জমি নেই। বনগাঁও বরুয়াল গ্রামের শেখ মোহাম্মদের কাছ থেকে ২৫ শতক জমি বর্গা নিয়ে তিনি পটল চাষ করেন। এতে তার খরচ হয় ১ লাখ ২০ হাজার টাকা। পটল গাছে ফুল ও ফল আসতে শুরু করেছে। তার আশা ছিল আগাম পটল চাষে তিনি পাঁচ লাখ টাকা আয় করতে পারবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন জানান, ক্ষতিগ্রস্ত মোতাল্লেব হোসেনের ক্ষতি পুষিয়ে দিতে প্রণোদনা দেওয়া হবে।
অপরদিকে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।