ক্রসফায়ারের ভয় দেখানো সেই পুলিশ সদস্যরা ক্লোজ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৩:২২ পিএম
![ক্রসফায়ারের ভয় দেখানো সেই পুলিশ সদস্যরা ক্লোজ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/03/21/image-657034-1679390521.jpg)
দুটি পৃথক ঘটনায় মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের ৫ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান।
তারা হলেন- গজারিয়া থানায় এএসআই সুমন সরকার, এএসআই আনিস, কনস্টেবল রকিবুল হাসান, কনস্টেবল রবিউল ইসলাম, কনস্টেবল নাসির হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক দোকান মালিকের কাছ থেকে চাঁদা দাবি করার ঘটনায় এএসআই সুমন সরকার ও তার দুই সহযোগী কনস্টেবল রকিবুল ইসলাম ও কনস্টেবল রবিউল ইসলামকে ক্লোজ করা হয়েছে
অন্যদিকে পৃথক একটি ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করায় এএসআই আনিস ও কনস্টেবল নাসির হোসেনকে ক্লোজ করা হয়েছে।