Logo
Logo
×

সারাদেশ

সূর্যমুখীর হাসি কেড়ে নিল হঠাৎ বৃষ্টি

Icon

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১০:২৩ পিএম

সূর্যমুখীর হাসি কেড়ে নিল হঠাৎ বৃষ্টি

কচুয়ার বুধুন্ডা গ্রামে মাঠে ঝড়োবৃষ্টিতে কৃষক মনিরের সূর্যমুখী খেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ছবি: যুগান্তর

চাঁদপুরের কচুয়ায় হঠাৎ ঝড়োহাওয়া ও বৃষ্টিতে সূর্যমুখী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রোববার সকালে আকস্মিকভাবে ঝড়োবৃষ্টি শুরু হয়। অসময়ের বৃষ্টিতে সুর্যমুখী ফসলের ক্ষতি হওয়ায় কৃষকদের চোখে-মুখে হতাশার ছাপ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় প্রায় পাঁচ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। তার মধ্যে বুধুন্ডা গ্রামের কৃষক মনির হোসেন ১ একর ৫ শতাংশ জমিতে সূর্যমুখীর আবাদ করেছেন। আর কয়েক দিন পর উৎপাদিত ফসল কেটে ঘরে তুলে বিক্রির স্বপ্ন দেখছিলেন তিনি। আকস্মিক বৃষ্টি ও ঝড়ো হাওয়াতে তার স্বপ্ন এখন চুরমার হয়ে গেছে। স্থানীয় এনজিও ও কৃষি অফিসের সহায়তায় সূর্যমুখীর আবাদ করলেও স্বপ্ন এখন ধূলিসাৎ।

ক্ষতিগ্রস্ত মনির হোসেন বলেন, রোববার সকালে হঠাৎ করে ঝড়-বৃষ্টি হয়। এতে আমার আবাদ করা সূর্যমুখী খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি কাটিতে সরকারি প্রণোদনা কামনা করেছেন তিনি।

উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন বলেন, খবর পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের খেত পরিদর্শন করেছি। ক্ষতির পরিমাণ তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে। পাশাপাশি জমিতে পানি যেন জমে না থাকে সে বিষয়ে কৃষকদের সার্বিকভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম