পুনরায় চালু হলো সোনামসজিদ ইমিগ্রেশন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১১:১২ পিএম
![পুনরায় চালু হলো সোনামসজিদ ইমিগ্রেশন](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/03/16/image-655390-1678986744.jpg)
তিন বছর বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মহোদিপুর ইমিগ্রেশন কার্যক্রম চালু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সোনামসজিদে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
২০২০ সালের ১৫ মার্চ করোনা মহামারির সময় সোনামসজিদ ও ভারতের মহোদিপুর ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।