Logo
Logo
×

সারাদেশ

জমির মাটি কাটা নিয়ে বিবাদে ভাইয়ের হাতে ভাই খুন

Icon

গলাচিপা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১০:৫২ পিএম

জমির মাটি কাটা নিয়ে বিবাদে ভাইয়ের হাতে ভাই খুন

জমির মাটি কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে ছোট ভাই আল আমিন প্যাদার লাঠির আঘাতে খুন হয়েছেন বড় ভাই বাবুল প্যাদা। 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহতের বাবা চন্দন প্যাদার জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে অনেকদিন ধরেই ঝগড়া বিবাদ চলে আসছে। এ নিয়ে বহুবার স্থানীয় পর্যায়ে সালিশ বৈঠকেও বিরোধের নিষ্পত্তি হয়নি। ঘটনার সময়ে বাবুল প্যাদা (৫০) বিরোধীয় জমিতে মাটি কাটতে নামেন। এ সময় আল আমিন প্যাদাসহ (৩৫) ও তার পরিবারের লোকজন বাবুল প্যাদাকে মাটি কাটতে বাধা দেন। 

এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে আল আমিন প্যাদা তার বড় ভাই বাবুল প্যাদাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় বাবুল প্যাদাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। 

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম