Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে যুবকের গলাকাটা লাশ

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১০:১৬ পিএম

সীমান্তে যুবকের গলাকাটা লাশ

প্রতীকী ছবি

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক শেষে সীমান্ত থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

ওই যুবকের নাম সারোয়ার (৪৫)। তিনি হালুয়াঘাট পৌর শহরের বেপারীপাড়া এলাকার গফুরের ছেলে। তিনি পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক।

জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৮টার দিকে ভাড়ায় দুই গারো যুবককে পূর্ব গোবরাকুড়ায় নিয়ে যান সারোয়ার। তিনি বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে বের হলে গোবরাকুড়া সীমান্তে তার লাশের সন্ধান পান। পরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক শেষে লাশ থানায় নিয়ে আসে পুলিশ।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান জানান, লাশ পতাকা বৈঠকের মাধ্যমে থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম