
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৬:২৩ এএম
জানাজার ইমামতি শেষে ফেরার পথে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

যুগান্তর প্রতিবেদন ও বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৫:৫২ পিএম

আরও পড়ুন
বরগুনায় ফুফার জানাজা পড়িয়ে ফেরার পথে তেলবাহী লরিচাপায় মাওলানা আ. সাত্তার (৫০) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। বুধবার দুপুর দেড়টার দিকে বরগুনা-বরিশাল মহাসড়কের তোতার বাঁধঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আ. সত্তার বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় মিয়ার বাজার নামক এলাকার আ. লতিফের বড় ছেলে। তিনি বরিশালের একটি মাদ্রাসার সহ-সুপার পদে কর্মরত ছিলেন।
জানা যায়, আপন ফুপার মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলের পাশে জানাজা নিজে পড়িয়ে দাফন কাফন শেষে মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন তার কর্মস্থল বরিশালে। পথিমধ্যে বরিশাল থেকে আসা তেলের লরি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লরি ও ড্রাইভারকে আটক করে পুলিশের কাছে তুলে দেন।
বরগুনা থানার (ওসি) আলী আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে তেলবাহী লরি ও ড্রাইভার নাঈমকে আটক করা হয়েছে। নিহতের পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি।
জানাজা ইমামতি