মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত ২
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৯:০৬ এএম
![মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত ২](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/03/14/image-654487-1678763165.jpg)
মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিজন (২০) ও রাইদুল (২২)। এদের মধ্যে রাইদুল আনসার সদস্য। তাদের গ্রামের বাড়ি উপজেলার দাড়িয়াপুর।
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর থানার ওসি মো. আবদুল আলিম।
তিনি বলেন, বিজন ও রাইদুল ভোরে যশোর যাওয়ার পথে সদর থানার শ্যামপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজনই নিহত হন।
পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে তিনি জানান।