‘স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে’
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১২:০৩ এএম
কেন্দ্রীয় নির্দেশনায় ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ঢাকার নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার এই মাসে বিএনপি, জামায়াতসহ স্বাধীনতাবিরোধী অপশক্তিকে আমাদের প্রতিহত করতে হবে। যারা বাংলাদেশকে খুনি ও সন্ত্রাসীদের তুলে দিতে চায়, বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়,তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই শান্তি সমাবেশ।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল।
তিনি বলেন, আজকের এই শান্তি সমাবেশ প্রমাণ করেছে আওয়ামী লীগ জনগনের দল। বাংলার মাটিতে কোন রাজাকার, জামায়াত বিএনপির ঠাঁই নাই। বাংলাদেশের মানুষ বারবার বিএনপিকে প্রত্যাখান করেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫ এর ১৫ আগষ্ট পরিবার হারিয়ে এদেশের মানুষকে আপন করে নিয়েছেন। বাংলাদেশকে রুপান্তর করছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়।
নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা জেলা আওয়ামী লীগের এই অনুষ্ঠিত শান্তি সমাবেশে দুপুর থেকেই নবাবগঞ্জ দোহার, কেরানীগঞ্জ মডেল থানাসহ আশপাশের উপজেলার নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করে। বেলা ৩ টার মধ্যে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও ১৪ টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা মিছিলসহ নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়।
এছাড়া নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনসহ শান্তি সমাবেশে উপস্থিত হয়। নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার বিকালে জনসমুদ্রে রুপ নেয়।
ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন এর সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাহাবদ্দিন ফরাজি, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, আওয়ামী লীগ জাতীয় কমিটি সদস্য আব্দুল বাতেন মিয়া, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুর রহমান সিকদার, মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী আনারকলি পুতুল, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক ব্যাপারি, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা সুরুজ আলমসহ দোহার নবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।