গাজীপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৮:৪২ পিএম
ছবি ; যুগান্তর
মুক্ত শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়-এ শ্লোগান নিয়ে শনিবার গাজীপুরে বিসিক উদ্যোক্তা মেলা ২০২৩ শুরু হয়েছে। আগামী ২০ মার্চ পর্যন্ত এ মেলা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলার উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর উদ্যোগে এবং গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শহরের রাজবাড়ি মাঠে মেলার আয়োজন করা হয়েছে।
বক্তব্য রাখেন বিসিকের আঞ্চলিক পরিচালক ড. আলমগীর হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) ওয়াহিদ হোসেন, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নজরুল ইসলাম প্রমুখ।
মেলায় উদ্ভাবনমুখী ও সৃজনশীল বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৫০টি স্টল দেওয়া হয়েছে। স্টলে প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী কর্মের গুনাগুণ ও কলাকৌশল দর্শনাথীদের কাছে ব্যাখ্যা করা হচ্ছে।