Logo
Logo
×

সারাদেশ

শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়লেন জামাই

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৩:৪০ পিএম

শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়লেন জামাই

ঝিনাইদহের কালীগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটে পড়ে মানিক মিয়া (৪৫) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হন। 

শনিবার বেলা ১১টার দিকে সুন্দরপুর স্টেশনের অদূরে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন। নিহত মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। 

নিহত মানিক শুক্রবার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে শ্বশুরবাড়ি মৃত আকবার ধনীর বাড়িতে বেড়াতে আসে।

আমিরুল ইসলাম জানান, চাঁদবা গ্রামের মৃত আকবার ধনীর মেয়ে রোমেনা বেগম (৪৮) এর সঙ্গে গত তিন মাস আগে বিয়ে হয়। এটি তার দ্বিতীয় বিয়ে। ঘটনার দিন সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী একতারপুর বাজারে বেড়াতে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। 

এর পর বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন। তবে তিনি আত্মহত্যা করেছেন, না অন্য কোনো কারণে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন তা জানা যায়নি।

কালীগঞ্জ থানার পলিশ এসআই প্রকাশ কুমার জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম