ফাইল ছবি
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে ২৯ জেলেকে আটক করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার সকালে চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তাদের কাছ থেকে ২৮ লাখ ৫৬ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল, পাঁচটি মাছ ধরার নৌকা ও ১৮৮ কেজি জাটকা জব্দ করা হয়।
কামরুজ্জামান বলেন, জাটকা ধরার সময় হাতে নাতে ২৯ জেলেকে আটক করে নৌপুলিশ। আটক জেলেদের মধ্যে আটজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১৮ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়। এছাড়া তিনজন শিশু জেলেকে সতর্ক করে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। মাছ ধরার পাঁচটি নৌকা মামলার আলামত হিসেবে জব্দ রয়েছে। আর ১৮৮ কেজি জাটকা স্থানীয় গরীব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।