
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:০৬ পিএম
জমি বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ১১:১৭ পিএম

কহিনূর মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় আহাজারি। ছবি: যুগান্তর
আরও পড়ুন
ঘাটাইলে জমিসংক্রান্ত বিরোধের জেরে কহিনূর মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার।
কহিনূর উত্তর ধলাপাড়া গ্রামের আব্দুল বাজেদের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামের সামী চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে কহিনূরের বিরোধ চলে আসছিল। সন্ধ্যার দিকে কহিনূরের সঙ্গে সামীর কথা কাটাকাটি হয়। একপর্যায় সামী তাকে মারধর করেন। এ সময় কহিনূরের বাড়িতে কেউ ছিলেন না। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধলাপাড়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক মনে করে চিকিৎসক ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। পরে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, জানতে পেরেছি জমিসংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের আঘাতে কহিনূর নামে এক ব্যক্তি মারা গেছেন। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।