মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, নর্দমা থেকে লাশ উদ্ধার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ০৯:৪২ পিএম
প্রতীকী ছবি
আশুলিয়ায় মুক্তিপণ না পেয়ে তানভীর (৯) নামে এক শিশুকে হত্যা করেছে অপহরণকারী। বুধবার বিকাল ৩টার দিকে আশুলিয়ার বটতলা আমান স্পিনিং মিলের পাশে নর্দমা থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
তানভীর টংগাবাড়ী এলাকার মসজিদের ইমাম সালাউদ্দিনের ছেলে। সালাউদ্দিন কুমিল্লার বাসিন্দা। তানভীর টংগাবাড়ী এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
সালাউদ্দিন জানান, শবেবরাতের নামাজ পড়ে মোনাজাত করার সময় তানভীরকে মসজিদ থেকে অপহরণ করেন মুদি দোকানদার আনোয়ার হোসেন। তার মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। রাতে টাকা দিতে না পারায় তানভীরকে হত্যা করেন আনোয়ার। বুধবার বিকাল ৩টার দিকে বটতলা আমান স্পিনিং মিলের পাশে নর্দমায় তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে নিহতের পরিবার লাশটি তানভীরের বলে শনাক্ত করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় আনোয়ারকে আটক করে র্যাব-৪। তিনি টাঙ্গাইলের বাসিন্দা।
আশুলিয়া থানার উপপরির্দশক (এসআই) হাসিব সিকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারী মুদি দোকানদার আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে আশুলিয়া থানায় হত্যা মামলা করা হয়েছে।