দোহার-নবাবগঞ্জে ৭ মার্চ স্মরণে র্যালি-আলোচনা সভা
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০৫:১৭ পিএম
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধারা র্যালি ও আলোচনা সভা করেছে। এছাড়া মঙ্গলবার সকালে নবাবগঞ্জ ও দোহার উপজেলা প্রশাসন ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে।
নবাবগঞ্জে সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি র্যালি বের হয় এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায়।
দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে আব্দুল ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আরিফুর রহমান সিকদার। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত ও নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ।
অপরদিকে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে দোহার উপজেলা প্রশাসন ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে। এ সময় দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে বাঙ্গালী জাতীর রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির উজ্জ্বল সম্ভাবনা নিয়ে দীর্ঘ সময় ভাষণ দেন এবং বাংলাদেশে স্বাধীনতার দিক নির্দেশনা প্রদান করেন।