Logo
Logo
×

সারাদেশ

বালতির পানিতে প্রাণ গেল ১৬ মাসের শিশুর

Icon

গলাচিপা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৫:২০ পিএম

বালতির পানিতে প্রাণ গেল ১৬ মাসের শিশুর

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ৯নং ওয়ার্ডের একটি বাসায় বাথরুমের বালতির পানিতে ডুবে প্রাণ গেল তানহা নামের ১৬ মাসের এক শিশুর। রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রাঙ্গাবালী উপজেলার কাউখালি ২নং ওয়ার্ড ছোটবাশদিয়া ইউনিয়নের জাহিদুর রহমান আহসান (২৯) ও ডালিয়া জাহান (২৮) দম্পতির দুই সন্তানের মধ্যে ছোট মেয়ে তানহা। গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ড খলিফা বাড়ি নানা বাড়িতে শিশুটি তার মায়ের সঙ্গে থাকত।

শিশুর বাবা জাহিদুর রহমান বলেন, সকালে বাসার ভেতরে সবাই ছিল। তানহা এ সময় খেলছিল। এক ফাঁকে সবার অগোচরে বাথরুমে ঢুকে যায় তানহা। পরে সেখানে বালতিতে থাকা পানিতে পড়ে যায় সে। দেখতে পেয়ে অচেতন অবস্থায় গলাচিপা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম