দুই ভাইকে কুপিয়ে হত্যা, ৯ জনকে আসামি করে মামলা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৬ এএম
![দুই ভাইকে কুপিয়ে হত্যা, ৯ জনকে আসামি করে মামলা](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/02/28/image-649831-1677563757.jpg)
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর পাঁচপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে কুপিয়ে আহত করার ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে।
নিহতদের মেজ বোন শামসুন নাহার (৪০) বাদী হয়ে সোমবার সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন। সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় নিহতদের চাচা মহিউদ্দিন ও চাচাতো ভাই মোস্তফাসহ তাদের পরিবারের সদস্যদের আসামি করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত রোববার দুপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত দুই ভাই হলেন— ওই এলাকার মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি (৪৮) ও ছোট ছেলে মো. শফিকুল ইসলাম রনি (৩৫)।
এ ঘটনায় মেজ ছেলে রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা (৪০), মামুন হোসেন (৩৫), মফিজুল ইসলাম (২৫) ও মারুফসহ (১৮) পরিবারের সবাই পলাতক রয়েছেন।
সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে জড়িতরা সবাই পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।