Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে অপহরণের তিনদিন পর স্কুলছাত্রী উদ্ধার

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৭ এএম

ধামরাইয়ে অপহরণের তিনদিন পর স্কুলছাত্রী উদ্ধার

ঢাকার ধামরাইয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের তিনদিন পর উদ্ধার করা হয়েছে।

গোপন খবরের ভিত্তিতে শনিবার বিকালে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনিরের সহায়তায় ধামরাই থানা পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করেন।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হাজীপুর স্কুলপাড়া মহল্লার মো. আব্দুল মালেকের ছেলে লনিক রহমানসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে ধামরাই পৌরসভার ৭নং ওয়ার্ডের ইসলামপুর হাসপাতাল রোড এলাকা থেকে অধরা চন্দ্র দাস নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করেন। অধরা পৌরশহরের ঋষিপাড়া মহল্লার বাদল দাসের মেয়ে।

মেয়ের বাবা বাদল চন্দ্র দাস বলেন, ভাই সব কথা বলা যাবেনা। এছাড়া আমরা ছোটজাতের মানুষ বাবু। তাই মামলা মোকদ্দমা করে মেয়ের ভবিষ্যত নষ্ট করতে চাই না।মেয়ে সবেমাত্র ক্লাস নাইনে পড়ে। পড়ালেখা করে অনেক বড় হবে এ স্বপ্ন বুকে লালন করে আসছি। এছাড়া এলাকা নিয়ে তো আমাকে চলতে হবে!

এ ব্যাপারে অপহরণকারী দলের মূলহোতা অনিকের বাবা আব্দুল মালেক বলেন, এলাকাবাসী ও পুলিশ যা ভাল মনে করেছেন আমিও তা মেনে নিয়েছি। মামলা মোকদ্দমা হলে দুপক্ষের লোকজনেরই হয়রানি হতে হয়। 

৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনির বলেন,মামলা মোকদ্দমা কখনও শান্তি বয়ে আনেনা। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের নাবালিকা মেয়ে। তার ভবিষ্যত আছে। এভাবেই বিষয়টি থানায় বসে সুরাহা করা হয়েছে।

এসআই প্রদীপ বিশ্বাস বলেন,ওই স্কুলছাত্রী অপহরণের পর তার বাবা থানায় একটি নিখোঁজ ডায়রি দায়ের করেন। তাকে উদ্ধারের পর তিনি মামলা না করে আপোসের ভিত্তিতে থানায় দায়েরকৃত ডায়রি প্রত্যাহার করে নেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম