Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপুরে শেষ হলো একুশের বইমেলা

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৪ এএম

দুর্গাপুরে শেষ হলো একুশের বইমেলা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে শেষ হয়েছে তিন দিনব্যাপী একুশের বইমেলা।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকালে স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, লেখক, কলামিস্ট, শিক্ষক, সাংস্কৃতিক, সুধীজন ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় এ প্রাণের মেলা।

উপজেলা পরিষদ চত্বরে বইমেলায় স্বরচিত কবিতা পাঠের পাশাপাশি শিশুদের কবিতা আবৃত্তি, সুন্দর হস্তাক্ষর, চিত্রাঙ্কন, ভাষা দিবস সম্পর্কে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন— বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান, ডা. তানজিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, কবি জীবন চক্রবর্তী, কবি দুনিয়া মামুন, পথপাঠার সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি ‘বাংলা ভাষা আমার অহঙ্কার’ শীর্ষক এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

ইউএনও রাজীব-উল-আহসান যুগান্তরকে বলেন, একুশ মানে বাঙালির চেতনা, একুশ মানে সাহিত্যের আত্মপ্রকাশ, একুশ মানে আমার অহঙ্কার, উপজেলা প্রশাসনের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, লেখক, কলামিস্ট, শিক্ষক, সাংস্কৃতিক, সুধীজন ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করেছি তিন দিনব্যাপী এ বইমেলার।

এখানে বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বাংলা সাহিত্য, একুশের চেতনা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে জাতীয় সব অনুষ্ঠানেই আমি এ ধরনের আয়োজন করি।

সেই সঙ্গে বিজয়ীদের পুরস্কার হিসেবে কোনো ধরনের ক্রোকারিজ আইটেম না দিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বই প্রদান করি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম