বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৬ এএম
সিলেটের ফেঞ্চুগঞ্জের ইলাশপুর এলাকায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটছে বলে জানা গেছে। সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী উপবন এক্সপ্রেস সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।
মাইজগাঁও রেল স্টেশন মাস্টার মনির হোসেন বলেন, রেলওয়ে শ্রমিকদের পাঠানো হয়েছে। কখন উদ্ধার কাজ শেষ হবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।