Logo
Logo
×

সারাদেশ

বড় ভাইয়ের শাসনে ছোট বোনের কাণ্ড!

Icon

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২০ পিএম

বড় ভাইয়ের শাসনে ছোট বোনের কাণ্ড!

জামালপুরের দেওয়ানগঞ্জে কলেজছাত্র বড় ভাই শাসন করায় দশম শ্রেণির ছাত্রী ছোট বোন আত্মহত্যা করেছে। পুলিশ বড় ভাইকে গ্রেফতার করেছে। বুধবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বিন্দুরচর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন জানান, ওই গ্রামের আবু ছাইদের মেয়ে কাউনিয়ারচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুলতানা আক্তার মীমের এক বছর আগে পাশের গ্রামের বাঘারচর বেপারীপাড়ায় বিয়ে হয়। কিছুদিন ঘর-সংসারের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়েবিচ্ছেদ হয়। পুনরায় মীম সাবেক স্বামীর সঙ্গে সংসার করার জন্য তৎপর হলে তার বড় ভাই সানন্দবাড়ী কলেজের প্রথম বর্ষের ছাত্র আল-মামুন (২২) বাধা দিয়ে ছোট বোনকে মারধর করে। এ ঘটনায় অভিমান করে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর যুগান্তরকে জানান, মেয়েটির হাঁটুর নিচে, ঊরুতে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় অর্ধচন্দ্রাকৃতির ফাঁসের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত করে সব জানা যাবে। বড় ভাইকে আটক করা হয়েছে। ভাই স্বীকার করেছে বোনকে সে পিটিয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম